Tik Tik Tik Full Movie -Hindi

avatar

হ্যালো বন্ধুরা ,
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন।

আমার দেখা একটি বেস্ট মুভি এর মধ্যে একটি হলো- টিক টিক টিক। এই মুভিটি ২০১৬ সালে রিলিজ হয়। মুভি টি আবার ডাবিং করে ২০১৮ সালে রিলিজ হয়। কিন্তু এটি হিন্দি তে ২০১৮ সালে রিলিজ হয়। সেই মুভিটি মূলত থ্রিল মুভি। সেখানে একটি নায়ক থাকে কিন্তু তার কোনো হিরোইন থাকে না। শুরুতে তার একটি ছেলে থাকে সে তার ছেলেকে অনেক ভালোবাসে। সে তার ছেলেকে কোনো মোতে হারাতে চায় না।

142307_thumb_665.jpg

Image . Source

ছবিতে দেখাযায় যে ইন্ডিয়া তে গ্যালাক্সি থেকে একটি পথর ধেয়ে আসছে। কিন্তু ইন্ডিয়ার কাছে এমন কোনো বোমা নেই যে সেটাকে ধ্বংস করতে পারবে। কিন্তু সেটা অন্য শেষের কাছে ছিল। কিন্তু সেই বোমাটা ছিল প্রথিবীর বাইরে। মানে সেটা অস্ট্রোনট এর স্পেস শিপ এ ছিল। সেই বাহিরের দেশটা ইন্ডিয়ার ক্ষতি করতে চেয়ে ছিল। তাই তারা সেটা ডেটা মানা করেদেয়। তাই এখন ইন্ডিয়া থেকে কিছু দক্ষ চুর বা ডাকাত লাগবে। তাই তারা নায়ক (vasu ) কে চুস করে।

Tik-Tik-Tik-first-look-poster-1-1.jpg

Image.Source
চুস করার কারণ হলোvasu এমন একজন মানুষ ছিল সে একটা টুক্কা দিয়ে তালা সহকারে খুলে ফলটা পারতো কিন্তু সে অনেক সৎ ব্যাক্তি ছিল। তাই vasu সহ তার এইরকম আরাম ২ তা বন্ধু কে নিয়ে কিছু দিন ট্র্রেনিং করার পর তারা অস্ট্রোনট এর উদ্দশ্যে রওয়ানা হলো। রওয়ানা হতে হতে তাকে একজন ফোন করলো , করে বললো যে বোমা তা পাওয়ার পর সেটা ওকে দিয়ে দিতে। তা না হলে সে ওর ছেলে কে মেরে ফেলবে। vasuতার ছেলের প্রতি অনেক দুর্বল ছিল। তাই সে তার কোথায় রাজি হলো। রাজি হওয়ার পর অংকে কিছুই তাকে দেয়া করলো। প্রথমে তাকে দিয়ে প্লেন এর গ্যাস পাইপ লেকে করা হয়। তার পর আরো কিছু করা হয় ওকে দিয়ে।

Are20You20Addicted20to20Social20Media20Email20or20Texting.jpg

Image.source
তার পর বিদেশি যে শিপ এ ওই বুমা তা চিলি সেই শিপ এর কাছে vasu দেড় শিপ হেল্প ছায়া ছিল। যাতে করে তারা ওই শিপ এ প্রবেশ করতে পারে। অংকে চেস্টার পর তারা ওই শিপ এ প্রবেশ করার পর। তাদের কে আটক করা হয়। বেদশী শিপ এর লোকেরা বুঝতে পরাগেয়েছিল যে তারা তাদের বুমা টা চুরি করতে এসেছে। তার পর vasu ও তার সহকারী রা অনেক চাল খাটিয়া বুমাটি উদ্ধার করে। এবং সফল হয়। এখন vasu কে যে ফোন করেছিল সে বলে যে সেই বুমাটা লুকিয়ে অন্য একটি শিপ এ দেয়া দিতে। তখন vasu তার সহকারী দেড় সেটা বললে তারা অনেক চেষ্টার পর তার ছেলে এর বুমা কে বাঁচাতে পারছিলো।

এই মুভিটি অনেক ভালো ছিল এই মুভি টি অনেক বোরো তাই সবটূকু বলে শেষ করা যাবে না। তাই সংক্ষিপ্ত করে সেটা কে এক্সপ্লেইন করেছি



0
0
0.000
0 comments